ভালোবাসায় পূর্ণ সম্পর্কের পক্ষে নানারকম ইতিবাচক কথা হয়তো এর আগেও শুনেছেন। এবারে হূদরোগ বিশেষজ্ঞরা তার সঙ্গে বাড়তি কিছু যুক্ত করলেন। ফিনল্যান্ডের গবেষকেরা বলছেন, সুস্থ এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক আপনার হূৎযন্ত্রকে ভালো রাখে। এক খবরে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। সাম্প্রতিক এক গবেষণায় ফিনল্যান্ডের গবেষকেরা দেখেছেন, অবিবাহিতদের তুলনায় বিবাহিত নারী-পুরুষেরা হূৎ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম এবং হূৎ রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার সংখ্যাও কম। ভ্যান্ডারবিল্ট হার্ট অ্যান্ড ভাসকুলার ইনস্টিটিউটের হূদরোগ...

